নতুন পথিক, বিজ্ঞান স্কুলে আপনাকে স্বাগতম! মাতৃভাষায় বিজ্ঞান চর্চার এই মঞ্চে আপনি যে আমাদের সাথে শামিল হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাংলা ভাষায় বিজ্ঞান আন্দোলন শুরু হয়েছে বহুদিন। একসময় যে লক্ষ আমাদের ছিল সকলের মাঝে বিজ্ঞান চর্চার মনোভাব এবং ভালবাসা তৈরি করা সে উদ্দেশ্য আজ অনেকাংশেই সফল। আমাদের বিজ্ঞান স্কুলের মূল উদ্দেশ্য এখন তাই বিজ্ঞান চর্চা করা এবং গবেষণাধর্মী কাজে উৎসাহ প্রদান করা। আমরা চাই বিজ্ঞান স্কুল কেবল বিজ্ঞান-পাঠক নয় বরং মনে-প্রাণে যারা বিজ্ঞানী তাদের মিলনমেলায় পরিণত হোক।
এসব উদ্দেশ্য সামনে রেখে বিজ্ঞান স্কুলে লেখার কিছু নিয়মকানুন আমরা ঠিক করেছি যেগুলো অবশ্যই মেনে চলতে হবে।
১. প্রথমত আপনার লেখা অবশ্যই একশভাগ মৌলিক হতে হবে। এক বা একাধিক বই কিংবা ইন্টারনেটের প্রবন্ধ থেকে যদি আপনি সরাসরি নকল করে লিখে দেন তাহলে তা কিছুতেই গ্রহণ করা হবে না। তবে অন্য ভাষায় রচিত খুব ভাল কোন লেখা যদি আপনি বাংলায় অনুবাদ করে প্রকাশ করতে চান তাহলে উৎস উল্লেখ করে নির্দ্বিধায় করতে পারেন।
আমরা চিন্তাশীল লেখা চাই, কেবল একগাদা তথ্য নয়। আমরা চাই আপনি লেখার আগে এ বিষয়ে পড়াশুনা করুন, তথ্য সংগ্রহ করুন, চিন্তা করুন, তারপর একেবারে নিজের ভাষায় লিখুন।
২. আপনার লেখা যদি কিছুটা গবেষণাধর্মী হয় তাহলে সবথেকে ভাল। যত খুশি উচ্চতর বিজ্ঞানের ধারনা কিংবা গাণিতিক সমীকরণ ব্যবহার করুন। অবশ্যই আমরা সহজবোধ্য লেখাকে উৎসাহিত করি তবে সাধারণের কাছে দুর্বোধ্য কিন্তু খাঁটি বিজ্ঞান নিয়েও যদি আপনি লিখেন তাহলে অবশ্যই আমরা তা সাদরে গ্রহণ করব।
গবেষণাধর্মী লেখাগুলো এমনকি ব্লগের মূল পাতাতেও প্রাধান্য পাবে।
৩. লেখার ভাষা অবশ্যই বাংলা হতে হবে। আপনি বিজ্ঞানের পরিশব্দ গুলো যেভাবে খুশি লিখতে পারেন (যেমন Theory of relativity – আপেক্ষিকতাবাদ – থিওরি অফ রিলেটিভিটি যে কোনটিই গ্রহণযোগ্য) ।
৪. আপনার লেখার শেষে অবশ্যই প্রয়োজনীয় রেফারেন্স দিন। সেটা কোন বই হোক, গবেষণাপত্র হোক, বাংলা-ইংরেজি যে কোন ওয়েবসাইটের লিঙ্ক হোক না কেন। এতে আগ্রহী পাঠকগণ পরবর্তীতে এ বিষয়ে আরও পড়াশোনার সুযোগ পাবেন।
৫. নতুন চিন্তা কে আমরা উৎসাহিত করে। কোন বিষয় প্রচলিত বিজ্ঞান থেকে বের হয়ে এসে যদি আপনি অন্যভাবে বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে চিন্তা করেন তা অবশ্যই গ্রহণ করা হবে। কিন্তু বিজ্ঞানের নামে অপবিজ্ঞান অথবা কুসংস্কারপূর্ণ কোন রচনার স্থান নেই।
৬. আপনার লেখা পূর্বপ্রকাশিত কি না তা কোন সমস্যা নয় এবং বিজ্ঞান স্কুলে প্রকাশের পরও আপনি সে প্রবন্ধ যেখানে খুশি সেখানে লিখতে পারেন।
তবে লেখায় প্রদত্ত তথ্য, বৈজ্ঞানিক ধারনা, মন্তব্যের সকল দায় সম্পূর্ণ লেখকের। এর জন্য বিজ্ঞান স্কুল দায়ী থাকবে না। কোন লেখা পরবর্তীতে অপসারণ করার পুরো অধিকারও আমাদের থাকবে।
আপনি লেখা পোস্ট করার পর আমরা যাচাই করে দেখি তা প্রকাশের উপযুক্ত কি না। যদি কোন নিয়ম ভঙ্গ হয় তাহলে সে লেখা প্রকাশ করা হবে না। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব কেন আপনার লেখা প্রকাশ করা হয় নি সে কারণগুলো জানিয়ে দেওয়ার।
আসুন, তবে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করি।