আজ হতে কয়েকশ মিলিয়ন বছর আগে ডাইনোসর নামের সরিসৃপেরা এই পৃথিবীর বুকে রাজত্ব করে বেড়িয়েছে। সরিশিয়ান এবং অর্নিথিশিয়ানের দল চলেছে এই গ্রহের বুকে। তাদের তুলনায় মানুষ তো একেবারেই শিশু প্রজাতি। অসংখ্য ছোট আকৃতির ডাইনোসর থাকলেও আমাদের চোখে পড়ে বিশালকায় টি-রেক্স কিংবা ডিপ্লোডোকাসদেরকেই। অথবা আছে ট্রোডন যাদের বলা হত সবথেকে বুদ্ধিমান ডাইনোসর।
এই প্রাণীদের নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। কেন তারা বিলুপ্ত হয়ে গেল তা এক বড় রহস্য। অবশ্য ধারনা করা হয় ডাইনোসরেরা সম্পূর্ণ বিলুপ্ত নয়, তাদের বংশধর আজও পৃথিবীতে রয়ে গেছে। তবু ওদের কথা জানতে পারলে অতীত পৃথিবীর কত কিছুই না জানা হয়ে যায়। সে অতীত এতই আগের যে তাকে ইতিহাস বললে হয়ত অপমান করা হয়।
ডাইনোসরদের নিয়ে বিজ্ঞান স্কুলে এই সিরিজটি আমরা লেখা শুরু করেছিলাম মূলত একটি ই-বুক বের করার জন্য। অনেকগুলো লেখা যদিও শেষ হয়েছিল আমাদের, বাকির পরিমাণও কম নয়। এই কাজে যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারেন। যোগ দেওয়ার জন্য যোগাযোগ করুন বিজ্ঞান স্কুল টিমের সাথে। এবং আগ্রহী পাঠকগন ডাইনোসর নিয়ে এই ওয়েব সাইটগুলো ঘুরে আসতে পারেন:
লেখাগুলো
১. শুরুর কথা ১.১ ডাইনোসর যাদের বলে - মৃন্ময় আকাশ ২. হরেক রকম ডাইনোসর ২.১ পাখি আমার একলা পাখি (Archaeopteryx) - প্রিতম বসু রাজা ২.২ ছোট হলেও ছোট নয় – কম্পসোন্যাথাস - সৌরভ সাহা ২.৩ একটি ভুয়া পাখি: Ornithomimus - মৃন্ময় আকাশ ২.৪ ডাইনোসরদের (হারিয়ে যাওয়া) ডাইনোসর : Amphicoelias fragillimus - মৃন্ময় আকাশ ২.৫ রঙিলা ডাইনোসর: Sinosauropteryx - মৃন্ময় আকাশ ২.৬ সবচেয়ে লম্বা ডাইনোসর(?): Diplodocus - মৃন্ময় আকাশ