বই ও প্রকাশনা

বিজ্ঞান স্কুল ব্লগ সংকলন – ০১

ড. জামাল নজরুল ইসলাম এর স্মৃতির উদ্দেশ্যে

প্রকাশকাল: অক্টোবর, ২০১৫

ভূমিকা:

বিজ্ঞানস্কুল ব্লগে বহুদিন ধরে অনেক লেখা জমেছে যেগুলো পুরনো হতে হতে পড়ে গিয়েছে অনেক নিচে, কেউ আর সেগুলোর খোঁজ রাখে না। কিন্তু ঐ লেখাগুলো মোটেও ফেলে দেওয়ার মত নয়। ওরা কি তবে পিছনের পড়ে থাকবে? এই সমস্যার সমাধান চিন্তা করতে করতে মাথায় এলো, আরে! লেখাগুলো নিয়ে একটা ব্লগ সংকলন বের করে ফেলা হচ্ছে না কেন?
প্রথমে আমাদের ধারনা ছিল কাজটা খুবই সহজ একটা কাজ হবে। লেখাগুলো কপি করা আর একটা ডকুমেন্টে এনে জড়ো করা। কিন্তু কিছুদূর এগিয়ে আমরা বুঝতে পারলাম এটা মোটেও সহজ কাজ নয়। বরং মহাঝক্কির কাজ। প্রতিটা লেখা সাজানো দরকার, কয়েকটার মাঝখানে ফন্ট ভেঙে গেছে, কয়েকটা LaTex এ  লেখা ইকুয়েশন আছে, আর অনেকগুলোর লাইন আর স্পেসের জগাখিচুড়ি অবস্থা। কী ভয়াবহ!
কিন্তু হাল না ছেড়ে আমরা কাজে লেগে রইলাম এবং ফলস্বরূপ ব্লগ সংকলন এখন আমাদের হাতে (সত্যি বলতে হাতে নয়, কোন একটা ডিভাইসের স্টোরেজে)। লেখাগুলোর বেশ কয়েকটা বানানে সমস্যা ছিল সেগুলো যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করা হয়েছে। একটা লেখা পড়তে পড়তে কেউ কেউ বিরক্ত হয়ে পড়তে পারেন। তাই প্রায় প্রতিটা লেখার শেষেই আমরা একটা করে ছবি জুড়ে দিয়েছি, যা আগের লেখাটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
ও, আরেকটা কথা, পড়ার পর অন্তর্জালিকায় মতামত জানাতে ভুলবেন না কিন্তু।

ডাউনলোড করুন

রিভিউ করুন
Sending
User Review
5 (3 votes)

About the author

বিজ্ঞান স্কুল

Leave a Comment