পানির বিভবশক্তি
সেদিন বাথরুমে গেলাম গোসল পর্ব শেষ করার জন্য। পানির ট্যাপ ছাড়ব এমন সময় খেয়াল করলাম ট্যাপের মুখ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। ট্যাপটা টাইট করে দেখলাম পানি পড়া বন্ধ হয় কিনা। কিন্তু বন্ধ করতে গিয়ে বাধল বিপত্তি। হঠাৎ করে ট্যাপ খুলে গিয়ে প্রচণ্ড বেগে পানি পড়তে লাগল। পানির বেগ দেখে আমি তো অবাক। আমি আগে কখনও এত জোরে পানি পড়তে দেখিনি। ছাদে গেলাম পানির ট্যাঙ্ক দেখতে। পানির ট্যাঙ্ক দেখলাম পুরো ভরা। এবার ছাদের ট্যাঙ্কের গায়ে লাগানো পানির ট্যাপটা খুললাম। কিন্তু বাসার মত অত বেগে পানি পড়ল না। বেগ প্রায় এক তৃতীয়াংশ কম। ভাবলাম এটা কেন হল? হঠাৎ বইতে পড়া বিভব শক্তির সূত্রটা মনে পড়ল। পানি যত নিচে নামে এর বিভব শক্তি কমতে থাকে, কিন্তু গতি শক্তি বাড়তে থাকে। গতি শক্তি বাড়লে এর বেগ বাড়তে থাকে। তাই যত নিচে যাওয়া যাবে, পানির বেগ তত বাড়তে থাকবে। তাই খেয়াল করলে আমরা দেখতে পাব যে ৫ তলা বাড়ির ৫ম তলায় পানির বেগ ১ম বা ২য় তলার পানির বেগের চেয়ে কম হয়।
good infomraiton