অন্যান্য

বাথরুমে বিজ্ঞান চর্চা

মগ নিয়ে টানাটানি

যথারীতি সেদিন বাথরুমে ঢুকলাম স্নান পর্ব শেষ করার জন্য। দেখি বাথরুমের পানি পড়ছে না। মেজাজ গেল খারাপ হয়ে। এবার কষ্ট করে মটকা (পানি রাখার পাত্র বিশেষ) থেকে পানি তুলে স্নান করতে হবে। মগ দিয়ে পানি তুলতে গিয়ে দেখি খুব ঝামেলা হচ্ছে। মগটা মুখ দিয়ে ধকানো গেলেও বের করে আনা যাচ্ছে না। কি ব্যাপার!! কেন এমন হল? চিন্তা করলাম কি করে এটা সম্ভব হল? এরপর একটু চেষ্টা করলাম দেখি বের করে আনা যায় কি না। দেখলাম যে যদি মগের মুখটা আগে বের করে আনা যায় তাহলে খুব সহজে আমি মগটা কে মটকা থেকে বের করে আনতে পারব। করলামও তাই । মগের মুখটা একটু কসরত করে বের করে আনতেই মগটা সুড়সুড় করে বের হয়ে এল। শান্তি পেলাম।
এবার চিন্তা করতে বসলাম কেন এমনটা হল ? মগের মুখের ক্ষেত্রফল মটকার মুখের ক্ষেত্রফল থেকে বড়। তাই এটা বের হচ্ছিল না। কিন্তু যখনই মগের উছু মুখটা বের করে ক্ষেত্রফল কমিয়ে ফেললাম, তখনই মগটা বের হয়ে এল। চিন্তা করলাম প্রাত্যাহিক জীবনের সাথে বিজ্ঞান কতটা জড়িয়ে আছে।

About the author

সৌরভ সাহা

Leave a Comment