অন্যান্য

বাথরুমে বিজ্ঞান চর্চা

বাল্ব ফাঁটার বিজ্ঞান

আমি এই কথাটি পরীক্ষা করার জন্য সত্যি সত্যি বাথরুমের জ্বলন্ত বাল্বে ঠাণ্ডা পানি ছিটিয়ে দিয়ে ছিলাম। কিন্তু ঘটনার ফলাফল ছিল মারাত্বক। বাল্ব তো ফাটলোই সাথে ভাঙ্গা কাচের তুক্রা আমার গায়ে লেগে কেটে গেল। এই এক্সপেরিমেন্টে আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম। পানি লাগার সাথে সাথে ই বাল্বটা ফেটে যায়নি। ফাটার জন্য কিছু সময় লেগেছিল ।
এবার আসল কথায় আসি। আমরা জানি বাল্বে তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রুপান্তরিত হয়। যখন ঠাণ্ডা পানি উত্তপ্ত কাচের বাল্বের গায়ে লাগে তখন ঠাণ্ডা পানি উত্তপ্ত কাচ থেকে তাপশক্তি শোষণ করে। এর ফলে কাচের উপরের পৃষ্ঠ তাপ বর্জন করে শীতল হয়। কিন্তু ভেতরের পৃষ্ঠ টাংস্টেনের ফিলামেন্ট থেকে বিচ্ছুরিত তাপ গ্রহণ করতে থাকায় তাপ বর্জন করে ঠাণ্ডা হতে পারে না। অর্থাৎ কাছের দুই পৃষ্ঠ সমান ভাবে সংকুচিত ও প্রসারিত হয় না। আর এরপর যা ঘটার তাই ঘটে। মানে বাল্বটি ফেটে যায়। এই প্রক্রিয়া ঘটতে সামান্য সময় লাগে। তাই পানি লাগার একটু পরই বাল্বটি ফেটে যায়। তবে কেউ দয়া করে আমার মত বাথরুমে এই পরীক্ষা করবেন না। কারন বাল্ব ফেটে কাচ টুকরো হওয়া ছাড়াও এ থেকে শর্ট সার্কিট হতে পারে।

About the author

সৌরভ সাহা

Leave a Comment